খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

ভারত বিশ্বকাপের যেসব বিষয় জানা খুবই জরুরি

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপের। ১০ দলের ২২ গজে ব্যাট বলের লড়াইটা শুরু হবে ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে। প্রায় দেড় মাসের এই বৈশ্বিক টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে। চলুন বিশ্বকাপ শুরুর আগে জেনে নেওয়া যাক এবারের আসরের গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

যেভাবে বিশ্বকাপের টিকিট পেল ১০ দল

আয়োজক দেশ হিসেবে ভারত অটোচয়েজ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর ওয়ানডে সুপার লিগে খেলা ১৩ দলের ভেতর শীর্ষে থাকা ৭টি দল জায়গা করে নেয় মূল পর্বে।

সুপার লিগ থেকে বাদ যাওয়া পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হয় বাছাইপর্ব। সেখান থেকে ফাইনালিস্ট দুই দল নিশ্চিত করে মূল পর্বের টিকিট। এই দশ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ভারত বিশ্বকাপ।

রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা

দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এবারের আসরটিতে নেই কোনো গ্রুপ পর্ব। ১০টি দল একে অপরের বিপক্ষে লড়বে শেষ চার নিশ্চিতের জন্য। এ নিয়ে তৃতীয়বারের মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ।

রাউন্ড রবিন লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিতে টেবিলের শীর্ষে থাকা দলটি লড়বে টেবিলের চতুর্থ দলের সঙ্গে আর দুইয়ে অবস্থান করা দলটি খেলবে তিনে থাকা দলের বিপক্ষে।

দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর জয়ী দু’দল ফাইনাল খেলবে ২০ নভেম্বর।

সেমিফাইনাল নিশ্চিত হবে যেভাবে

বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দল লিগ পর্বে খেলবে ৯টি করে ম্যাচ। লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনালে। এখন প্রশ্ন হতে পারে কয়টি ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে একটি দলের।

যদিও পুরো বিষয়টি নির্ভর করছে দলগুলোর জয়ের পরিমাণের ওপর। তবে বিশ্বকাপের গত আসরের পরিসংখ্যান থেকে কিছুটা ধারণা দেওয়া যেতে পারে। গত আসরের পরিসংখ্যান অনুযায়ী ৯ ম্যাচের ভেতর ৭টিতে জয় পেলেই একটি দলের সেমি নিশ্চিত হবে। তবে আবহাওয়াজনিত সমস্যা থাকলে ছয় ম্যাচে জয় পেলেও খেলার সম্ভাবনা থাকবে নক আউট স্টেজে।

যদি লিগ পর্বে দুই দলের পয়েন্ট সমান হয়, তখন সমান পয়েন্টধারীদের নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে কে যাবে শেষ চারে।

টুর্নামেন্টের ভেন্যু

ভারত বিশ্বকাপে গ্রুপপর্বের ৪৫টি আর সেমিফাইনাল-ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ভারতের ১০টি রাজ্যের ১০টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে।

ভেন্যুগুলো হলো, গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, লখনৌ স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম।

বিশ্বকাপের প্রাইজমানি

আইসিসির দেওয়া বিবৃতি অনুযায়ী, মেগা ইভেন্টের এবারের আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে প্রায় ৪৪ কোটি টাকা (৪ মিলিয়ন ডলার)। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক, ২২ কোটি টাকা বা ২ মিলিয়ন মার্কিন ডলার।

ভারত বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দলই। সবার জন্যই রয়েছে প্রাইজমানির ব্যবস্থা।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। এছাড়া প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। সেই সঙ্গে গ্রুপপর্বের ৪৫টি ম্যাচের প্রতিটিতেই জয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!