বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় নারকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নারকেল পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে আকুব্বার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মোঃ আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃতঃ জয়নাল মোল্যার ছেলে।

কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদ শেখ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা পেশায় নারিকেল গাছী ছিলেন। তিনি বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ি সংলগ্ন এলাকায় তিনি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়ে যান। পরে তার শরীরে দেয়ালে থাকা কাঁচ পিঠে বিধে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, নিহতের লাশ সুরতহাল করে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন