শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে ফেইসবুকে অপপ্রচার করায় শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ফেইসবুকে অপপ্রচার করায় বড়বাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি উক্ত কমিটির সদস্য সচিব আব্দুর রহিম শিকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধারাবাহিক ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য স্ট্যাটাস দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেন।

সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আলী আমর হোসেন মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান বলেন, ‘সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণায় চরম ভাবে দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ ছাড়া ওই আহবায়ক কমিটির মেয়াদোর্ত্তীণ হয়েছে। আজ থেকে আব্দুর রহিম শিকদারের বিষয়ে দল কোন দায়-দায়িত্ব বহন করবে না। তার এই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।’

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন