সরকারের পদত্যাগের এক দফা দাবিতে খুলনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে সরকারী বিরোধী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর খুলনা ইউনিট। রোববার দুপুর ২টায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আইনজীবী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি খুলনা জেলা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড়, পিকচার প্যালেস মোড়, থানার মোড় ঘুরে পুনরায় ডিসি অফিস মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিচার বিভাগের স্বাধীনতাসহ ফরমাইশী রায় বন্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবী সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহবায়ক, সাবেক সুপ্রীমকোর্ট বারের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাডঃ জয়নুল আবেদীন, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর যুগ্ম আহবায়ক সিনিয়র এ্যাডঃ সুব্রত চৌধুরী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর প্রধান সমন্বয়কারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর মহাসচিব ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, সুপ্রীমকোর্ট বারের সাবেক সম্পাদক, বার কাউন্সিল বাংলাদেশের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইন ফোরাম, সুপ্রীমকোর্ট ইউনিটের সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা এ্যাডঃ আব্দুল জব্বার ভূঁইয়া, জাতীয়তাবাদী আইন ফোরাম, সুপ্রীমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ কাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর অন্যতম সমন্বয়ক এ্যাডঃ সৈয়দ মামুন মাহাবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম মন্টু,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সহ-সভাপতি এ্যাডঃ এস আর ফারুক, সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র কো-কনভেনর ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর খুলনা ইউনিটের সভাপতি এ্যাডঃ গাজী আব্দুর বারী। পথ সভার সমাপ্তি ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনার সভাপতি এ্যাডঃ শেখ মাসুদ হোসেন রনি। উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-খুলনা বারের এ্যাডঃ মোল্লা মোঃ মাসুম রশীদ, এ্যাডঃ নুরুল হাসান রুবা, এ্যাডঃ তৌহিদুর রহমান তুষার, এ্যাডঃ খালিদ হাসান জনি প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বারের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল হক, সাঃ সম্পাদক এ্যাডঃ আরিফুজ্জামান লিটু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাগেরহাট বারের সভাপতি এ্যাডঃ মোশারেফ হোসেন মন্টু, সাঃ সম্পাদক এ্যাডঃ আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,
সাতক্ষীরা বারের সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ, সাঃ সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া বারের সভাপতি এ্যাডঃ মাহাতাব উদ্দিন, সাঃ সম্পাদক মুনির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর বারের সভাপতি এ্যাডঃ মোঃ আদিল করিম, সাঃ সম্পাদক এ্যাডঃ ফারুক আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা বারের সভাপতি এ্যাডঃ শামীম রেজা, সাঃ সম্পাদক এ্যাডঃ হেদায়েত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ বারের সভাপতি এ্যাডঃ দবির হোসেন, সাঃ সম্পাদক এ্যাডঃ আরিফ মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা বারের সভাপতি এ্যাডঃ রোকনুজ্জামান খান, সাঃ সম্পাদক এ্যাডঃ সাহেদ আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর বারের সভাপতি এ্যাডঃ রুহুল কুদ্দুস কচি, সাঃ সম্পাদক এ্যাডঃ মোঃ আমিনুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এইচ