বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় থেকে চোরাই ইজিবাইকসহ রনি আমিন হাওলাদার  ওরফে বায়জিদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর বিকালে খুলনা বিশ্ববিদ্যালয় খাজা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বায়জিদের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা হয়েছে।

এদিকে খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১  জন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মানিক হোসেন (৪২)। তিনি ৫নং মাছঘাট বি-ব্লক গ্রীণল্যান্ড আবাসনে থাকতেন। এ  ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কেএমপির দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন