বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

পদকের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন সিদ্দিক

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসে শুরুটা বেশ ভালো করেছিলেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডেই খেলেছিলেন ৭ আন্ডার পার। যা ঐ দিনের পঞ্চম সেরা স্কোর। তবে একই স্কোর বেশ কয়েকজনের থাকায় যৌথভাবে তিনি ছিলেন নবম স্থানে।

সেখান থেকে পদকের মঞ্চটা দেখা তার জন্য অসম্ভব কিছু ছিল না।
কিন্তু আজই আবার সাদামাটা তার পারফরম্যান্স। পারের সমান খেলে দিন শেষ করেছেন। অর্থাৎ দ্বিতীয় দিন শেষেও তিনি সেই ৭ আন্ডার পারেই রয়ে গেছেন।

কিন্তু অন্যরা গেছেন এগিয়ে। প্রথম দিন ১০ আন্ডার পার খেলা হংকংয়ের তাইচি খো যেমন দ্বিতীয় দিনেও অবিশ্বাস্য ১২ আন্ডার খেলে স্কোর নিয়ে গেছেন ২২ আন্ডারে। ১৬ আন্ডার খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কোরিয়া ও চাইনিজ তাইপের দুই গলফার। ৭ আন্ডার থেকে আগামী দুই দিনে তাঁদের পেরিয়ে যাওয়া এখন ভীষণ কঠিনই সিদ্দিকের জন্য।

দ্বিতীয় দিন শেষে তিনি ২১ তম স্থানে। অর্থাৎ ১২ ধাপ পিছিয়েছেন। এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা সিদ্দিকের প্রথম এশিয়াড পদকের স্বপ্নটাও তাই এখন আরও দূরে সরে গেছে।

বাংলাদেশের অন্য গলফার জামাল হোসেন দুই দিন শেষে ৩৯ তম স্থানে। তিনি এক ধাপ পিছিয়েছেন প্রথম দিন থেকে।

প্রথম দিন ১ আন্ডার খেলেছিলেন। আজ সিদ্দিকের মতই পারের সমান খেলে দিন শেষ করেছেন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন