বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

লঙ্কানদের পঞ্চম উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। মেহেদী মিরাজের নেতৃত্বাধীন দলটির বিপক্ষে লংকানরা ঝড়ো ব্যাটিংয়ে একশ’ পূর্ণ করে। এরপর দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। এছাড়া লংকান ওপেনার কুশল পেরেরা কাঁধের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন।

সবশেষ ৪২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান করেছেন লংকানরা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলগুলো নির্ধারিত একাদশ নিয়ে নামে না। একজন বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করলেও তার জায়গায় অন্য কেউ পরবর্তীতে খেলতে পারেন। সাকিব যেমন ইনজুরি শংকার কারণে এ ম্যাচে বোলিং নাও করতে পারেন। তবে ব্যাটিং করার সম্ভাবনা আছে তার।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন