শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

নেদারল্যান্ডসে এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসের রটারডামে এক বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক ও এক নারী নিহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

রটারডাম শহরে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ইরাসমাস ইউনিভার্সিটি হাসপাতাল ক্যাম্পাস ও ওই এলাকার একটি বাড়িতে গুলি চালায় বন্দুকধারী।এ ঘটনায় ৩২ বছর বয়সী সন্দেহভাজন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গুলি করলে ৩৯ বছর বয়সী এক নারী নিহত হন এবং তার ১৪ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়।

পরে ওই বাড়িতে আগুন দিয়ে বন্দুকধারী রটারডাম মেডিকেল সেন্টার ইউনিভার্সিটির একটি শ্রেণীকক্ষে প্রবেশ করে ৪৬ বছর বয়সী এক শিক্ষককে গুলি করেন।

হাসপাতালের কাছ থেকেই ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। তবে তার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

রটারডামের মেয়র আহমেদ আবু তালেব বলেন, ‘এমন ভয়ঙ্কর ঘটনায় আমরা হতবাক। শহরে দুই জায়গায় গুলি চালানো হয়েছে। অনেকে তা দেখেছে।’

রটারডামের প্রধান প্রসিকিউটর হুগো হিলেনার বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ২০২১ সালে প্রাণী নির্যাতনের অভিযোগ এসেছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন