শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে ঐতিহ্যবাহী লাঠিখেলা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় চিতলমারি, মোল্লাহাট ও মোংলা উপজেলার তিনটি দল অংশগ্রহন করে। প্রতিটি দল লাটি নিয়ে তাদের শারীরিক খসরত প্রদর্শন করেন।

শারীরিক খসরতের মধ্যে উল্লেখযোগ্য ছিল, লাঠি নিয়ে পিটাপিটি, কলস মাথায় নিয়ে হাটা, ডিগবাজি, বিভিন্ন ধরণের নাচ, বউ সাজা ও বিভিন্ন ধরণের প্রতিরোধ কৌশল। এসব দেখে উচ্ছস প্রকাশ করেন শিশু-কিশোররা।

গ্রাম বাংলার এই খেলা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ হাজির হন।বিভিন্ন দলের শারীরিক খসরত দেখে আনন্দ প্রকাশ করেন তারা। কিছুক্ষনের জন্য পুরোনো দিনে ফিরে যান বয়স্করা।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন