রামপালে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইয়াছিন খন্দকার নামের এক ব্যাক্তি রামপাল থানায় একটি মামলা করেছেন।
রামপাল থানা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি আনতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি আনতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন।
খবর পেয়ে রামপাল থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলা পু্লিশ সুপার আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করতে পারে বা গুজব ছড়াতে না পারে এ জন্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।
খুলনা গেজেট/ টিএ