আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ মঙ্গলবার বিবিসি জানায়, আহত অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
আজারবাইজান সামরিক আক্রমণ চালিয়ে বিচ্ছিন্ন নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নেওয়ার পর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। আর্মেনিয়ান সরকার বলেছে, ১৩ হাজার ৩৫০ জন শরণার্থী ছিটমহল থেকে দেশে প্রবেশ করেছে।
খুলনা গেজেট/এনএম