নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সিরিজ বাঁচানোর লক্ষ্যে জিততেই হবে টাইগারদের। এদিন বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। এছাড়া এই ম্যাচ দিয়ে জাকির হাসানেরও ফরম্যাটটিতে অভিষেক ঘটছে।
লাইভ স্কোর : বাংলাদেশের সংগ্রহ ৩০/২ (ওভার : ৫.০)
প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের তৃতীয় ডেলিভারিতে চারের বাউন্ডারি দিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন তানজিদ তামিম। পরের ওভারে কিউইদের হয়ে আক্রমণে আসেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা অ্যাডাম মিলনে। তার শুরুর প্রথম দুই বলে নড়বড়ে মনে হয়েছিল অভিষিক্ত ব্যাটার জাকির হাসানকে। তৃতীয় বলে মিলনের ইয়র্কার আর ঠেকাতে পারলেন না তিনি। স্টাম্প ভেঙে অভিষেকটা সুখকর হলো না জাকিরের, মাত্র ১ রানেই ফিরেছেন।
সদ্যই সঙ্গীহারা জুনিয়র তামিমের সঙ্গে নন-স্ট্রাইক প্রান্তে যোগ দেন অধিনায়ক শান্ত। বোল্টের প্রথম বলেই বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তামিম। ফলে মাত্র ৮ রানেই বাংলাদেশ ২ উইকেট হারিয়েছে। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে এটাই প্রথম উইকেট বোল্টের। তামিম ফিরেছেন ৫ রানে।
সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসের পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। এরপর খেলা শুরু হতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হয়েছে। এরপর তরুণ দুই ওপেনারের মাধ্যমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচ অবশ্যই জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগেই তারা কিউইদের কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম