নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হেরেছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ রক্ষার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দল। বাঁচা-মরার এমন ম্যাচে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এমনিতে দুই দলই মূল একাদশের বাইরের ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে। নিউজিল্যান্ড তাদের মূল একাদশের ব্যাটারদের বাদ দিয়েই বাংলাদেশে এসেছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে।
প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম দলে ফিরেছেন। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই। এছাড়াও অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের।
সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিলল্যান্ড।
খুলনা গেজেট/এনএম