খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

রামপালে পাওয়ার গ্রীডের লাইন ঘরের উপর, আতঙ্কে বাসিন্দারা

রামপাল প্রতিনিধি

রামপালের চকগোনায় বসবাসরত ঘরের উপর দিয়ে পাওয়ার গ্রীড কোম্পানির ১ লাখ ৩২ হাজার ভোল্টেজ লাইন টানায় আতঙ্কে রয়েছেন এক বাসিন্দা। চকগোনা গ্রামের মৃত যতীন্দ্রনাথ সরকারের পুত্র স্বপন কুমার সরকার এমন অভিযোগ করে প্রতিকার চেয়ে খুলনা সিটি মেয়রসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের চকগোনা গ্রামের স্বপন সরকারের বসবাসরত ঘরের উপর দিয়ে ১ লাখ ৩২ হাজার ভোল্টেজের লাইন টানা হয়েছে। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ বড় বড় টাওয়ার করে তার সাথে লাইন যুক্ত করে। এতে তারের নিচে থাকা ঘরের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তারা রামপাল উপজেলা রাজনগর ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন স্বপন। বিভিন্ন সরকারি সংস্থাসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার না পেয়ে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, চকগোনা মৌজার ১০৫১ খতিয়ানের ১৮ দাগের মাত্র ২০ শতক জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। রাতদিন তারের বিকট শব্দে ঘুম আসে না। বিশেষ করে একটু জোরে বাতাস হলেই তারের শো শো সব্দে বাচ্চারা ভয়ে চিৎকার করে কান্নাকাটি করে। তিনি সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ খুলনার নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সাধু এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কারও বাড়ি বা ঘরের উপর থেকে লাইন টানা হলে সরকারি বিধি অনুযায়ী কোন ক্ষতি পূরণ পাবেন না। তবে শুধুমাত্র সংযোগ দেয়ার সময় বড় কোন গাছ কাটা হলে তার ক্ষতিপূরণ দেয়া হয়। স্বপন সরকার অভিযোগ করেছেন এবং লাইন টানার সময় তিনি অসহযোগীতা করেন। লাইনের তার কোন কারণে ছিড়ে গেলে সাথে সাথে অটো বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!