জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার সেরে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। জরুরি অবতরণ করে সেটি হাসিমারা এয়ারবেসে। নামার সময় কোমড়ে ও পায়ে চোট পেয়েছিলেন মমতা।
জুন মাসের বিকেলে দমদমে নেমেই সরাসরি চলে গিয়েছিলেন এসএসকেএমে। চিকিৎসকরা তাকে বিশ্রামের নির্দেশ দিলেও মমতা শোনেননি। আহত পা নিয়েই প্রচার চালান পঞ্চায়েত নির্বাচনের। স্পেন সফরে গিয়ে মমতা ফের পায়ে আঘাত পান। রোববার এসএসকেএম হাসপাতালে তিন ঘণ্টা সময় নিয়ে চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। উডবার্ন ওয়ার্ডের একটি কেবিনে তার এমআরআই পরীক্ষা করা হয়। সব পরীক্ষা শেষে চিকিৎসকরা রায় দেন- মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠোরভাবে ১০দিন বিশ্রাম নিতে হবে।
বাড়ির বাইরে যাওয়া চলবে না। তিন মাস পর ফের পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন-তার বাঁ পায়ে অপারেশন করতে হবে কি না।
রবিবার পরীক্ষার সময় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল উপস্থিত ছিলেন। পরীক্ষার পর মুখ্যমন্ত্রীকে ধরাধরি করে গাড়িতে তুলে দিতে হয়।
খুলনা গেজেট/এনএম