বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

লিটনের পর ব্যর্থ তানজিদ ও সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানে লক্ষ্যে নেমে শুরুতে ফিরে গেছেন ওপেনার লিটন দাস, তিনে নামা তানজিদ তামিম ও চারে নামা সৌম্য সরকার। জেমিনসনের বলে তুলে খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন লিটন। তানজিম ও সৌম্য পরপর শোধির বলে ক্যাচ দিয়েছেন।

বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রানে ব্যাট করছে। তামিম ইকবাল ৩৬ বলে ছয়টি চারের শটে ৩৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গী তাওহীদ হৃদয়। লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন।

এর আগে চার বল থাকতে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়েছে। ৩৬ রানে ৩ উইকেট হারালেও মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটে ভালো পুঁজি পেয়েছে।

দলটির হয়ে চারে নামা হেনরি নিকোলস ৪৯ রান করেছেন। পাঁচে নামা টম ব্লান্ডেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আউট হয়েছেন। লোয়ারে ম্যাককনচি ২০, জেমিনসন ২০ ও ইশ শোধি ৩৫ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নিয়েছেন। স্পিনার শেখ মাহেদী নিয়েছেন ৩ উইকেট। পায়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়া মুস্তাফিজ পেয়েছেন ২ উইকেট।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন