ইনিংসের শুরুর বলেই চার হজম করেছিলেন। পরের ওভারে বল হাতে দেন বড় এক বাউন্সার, তাতেও হয় চার রান। তবে ছন্দে ফিরতে বেশি সময় নেননি মোস্তাফিজুর রহমান। তার নিখুঁত শর্ট বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন কিউই ওপেনার উইল ইয়ং।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচের টাইগার একাদশে নেই পেসার তানজিম হাসান সাকিব। গত রাতে দলে অন্তর্ভুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ আছেন একাদশে। এছাড়া অভিষেক হচ্ছে ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের। সিলেটের এই ডানহাতি পেসার বাংলাদেশের হয়ে ১৪৬তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক খেলছেন।
প্রথম ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিন পেসার আর দুই স্পিনার আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্যর সরকার, তাউহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/এমএম