বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরির কথা আগেই জানা গেছে। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বাবর আজম অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তানের বিশ্বাকাপ স্কোয়াড। এমনকি পিসিবি সূত্রের বরাত দিয়ে একটি স্কোয়াড গণমাধ্যমেও এসেছে।
যেখানে রাখা হয়নি নাসিম শাহকে। মূলত চোটের কারণেই দলে নেই তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন হাসান আলী। আর স্কোয়াডে টিকে গেছেন শাদাব খানও। আলোচিত স্পিনার আবরার আহমেদ নেই মূল স্কোয়াডে, তবে জায়গা পেয়েছেন রিজার্ভ বেঞ্চে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক) আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি , সৌদ শাকিল, সালমান আলী আগা।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।
খুলনা গেজেট/এনএম