বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মোস্তাফিজের জোড়া আঘাত, চাপে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ওভার কমিয়ে শুরু হয়েছে খেলা। ৪২ ওভারের ম্যাচ শুরু হতেই সাফল্য পেল বাংলাদেশ। শুরুতেই নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন মুস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মুস্তাফিজ

নিউজিল্যান্ড ৮.৪ ওভারে ২ উইকেট না হারিয়ে ১৮ রানে ব্যাট করছে। ক্রিজে ওপেনার উইল ইয়ংয়ের সঙ্গী হেনরি নিকোলাস।

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন