আজ বাংলাদেশ এবং রোববার এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে হারালে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়বেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে এখনো একটি ম্যাচও হারেননি রোহিত। নয়টি ম্যাচে নেতৃত্ব দিয়ে আটটিতেই জয় পেয়েছেন তিনি। এশিয়া কাপের চলতি আসরে গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আজ শুক্রবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। আজ জিতলে এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে নবম জয় হবে রোহিতের। তাহলেই স্পর্শ করবেন মহেন্দ্র সিংহ ধোনি এবং অর্জুন রানাতুঙ্গার মাইলফলক। তারা দুজনে এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি নয়টি করে ম্যাচ জিতেছেন।
বাংলাদেশের পর রোববার কলম্বোয় ফাইনালে শ্রীলংকাকে হারালে নতুন নজির গড়বেন রোহিত। অধিনায়ক হিসেবে এশিয়া কাপে ১০টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন রোহিত।
মহেন্দ্র সিং ধোনি এশিয়া কাপে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে নয়টিতে জয় পেয়েছেন। শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার অর্জুন রানাতুঙ্গা ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯টিতে জয় উপহার দিয়েছেন।
খুলনা গেজেট/এমএম