খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে সরকার: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

সরকার এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের মশা মারার মুরোদ নেই তবে মানুষ মারার মুরোদ আছে। খুন গুম করার মুরোদ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের মুরোদ নেই। মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই সেদিকে  সরকারের নজর নেই।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর র‌্যায়েল চত্ত্বর থেকে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসুচির উদ্বোধন পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ^র চন্দ্র রায় বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রতিদিন নিষ্পেশিত হচ্ছে অথচ সেদিকে তাদের কোন খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা দিয়েছিলেন এখন ১০ টাকায় এক কেজি ভাতের মাড়ও পাওয়া যায় না। ১৩ বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

তিনি বলেন,  আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে না। তারা জনগণের পকেট মারে। ভিক্ষুকের টাকাও চুরি করে। কোটি কোটি টাকা পাচার হলেও পাচার নিয়ে সরকার কোন কথা বলছে না। পদ্মা সেতু তৈরী করতে গিয়ে কতটাকা চুরি করেছে একদিন জনগন তা জানতে পারবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে।

তিনি আরও বলেন,  সরকার সেলফি নির্ভর হয়ে পড়েছে তারা জনগন নির্ভর না। সেলফি তুলে পতন ঠেকাতে পারবে না। আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে তা নির্ধারন করবে এদেশের জনগন। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না উল্লেখ করে বাবু গয়েশ^র রায় আরো বলেন, দেশের মানুষের ক্ষমতা, দেশের মানুষের ভোটাধিকার, দেশের মানুষের মালিকানা জনগনের হাতে ফিরিয়ে দেবার জন্য বিএনপি আন্দোলন করছে।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ পুর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ. রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, শামসুল আলম, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবীর (ভিপি হুমাযুন). হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এনামুল হক প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির নেতৃত্বে মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!