বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় গৃহবধূকে নির্যাতন

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝুমুর রায় (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়েছে নিখিল চন্দ্র রায় (৩৫) নামের এক যুবক। আহত গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত’র পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রতনখালী এলাকায় সন্দীপ রায়ের স্ত্রী চায়ের দোকানী ঝুমুর রায় প্রতিদিনের ন্যায় নিজ দোকানে বেচাকেনা করছিল।

ঘটনার সময় এক‌ই এলাকার নিখিল চন্দ্র রায় নামের এক উশৃঙ্খল যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূকে প্রথমে অশ্লীল গালিগালাজ এরপর বেপরোয়া মারপিট করে।

এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামী সন্দীপ রায় একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন