রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে লাগা আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় অন্তত ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি এবং ভেতরে আরও ৯টি দোকান পুড়েছে।
সরেজমিন দেখা যায়, ভয়াবহ আগুনে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স, মা জুয়েলার্স নামের দোকানগুলো পুড়ে গেছে।
দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন জানান, তার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসেন। তখনও তার দোকানে আগুন লাগেনি।
তবে মার্কেট বন্ধ থাকায় সামান্য কিছু মালামাল সরাতে পারলেও সব সরাতে পারেন নি বলে জানান এই স্বর্ণ ব্যবসায়ী।
দুই দোকান মিলিয়ে প্রায় ২ কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, মার্কেটে মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।
সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক আবু কাওসার জানান, তার দোকানেও ২ কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। এর মধ্যে কিছু বের করা গেছে। তবে বেশিরভাগই দোকানে ছিল। আগুনে দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দিয়েছে। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছে।
খুলনা গেজেট/এনএম