খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল
  কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক জিয়া
  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

বিশ্বকাপ বাছাইয়ে রাতে আর্জেন্টিনার চ্যালেঞ্জ বলিভিয়া : ভোরে মাঠে নামছে ব্রাজিলও

ক্রীড়া প্রতিবেদক

শুরুটা তিন পয়েন্ট দিয়ে শুরু করেছে দুই দলই। আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে, ব্রাজিল বলিভিয়াকে। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে এবার আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বলিভিয়ার, ব্রাজিল পেরুর। দুটোই অ্যাওয়েতে। এর মধ্যে বলিভিয়ার রাজধানী লা পাজে আর্জেন্টিনার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়, পেরুর রাজধানী লিমায় ব্রাজিলের খেলা শুরু হবে আগামীকাল সকাল ৬টায়। এ ছাড়া রাত ৩টায় ইকুয়েডরের মাঠে নামবে লুইস সুয়ারেজের উরুগুয়ে।

বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পরেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। বলিভিয়ার বিপক্ষে লিয়োনেল মেসিদের খেলতে হবে পৃথিবীর উচ্চতম স্টেডিয়াম লা পাজে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩৬০০ মিটার অর্থাৎ ১১ হাজার ৮১১ ফুট! শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য বলিভিয়া ছাড়া বিশ্বের সব দলের ফুটবলারদের কাছেই এই স্টেডিয়াম আতঙ্কের নাম। আরেকটি কারণ হলো, চোটের কারণে ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো এবং পাওলো দিবালা।

উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে মেসিরা রবিবারই বলিভিয়ায় চলে গেছেন মেসিরা। চিরশত্রু ব্রাজিল প্রথম ম্যাচে বিশাল জয় পাওয়ায় আর্জেন্টিনার ওপর চাপ বেড়ে গেছে। অন্যদিকে দ্বৈরথের আগে বলিভিয়ার কোচ সিজার ফারিয়াস রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমাদের খেলার স্টাইলকে ওরা কুৎসিত বলতেই পারে। তা নিয়ে আমরা একেবারেই চিন্তুিত নই। এই উচ্চতায় আমাদের প্রধান লক্ষ্য ওদের গ্রাস করা।’ বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচটি।

ব্রাজিল শিবিরের ছবিটা সম্পূর্ণ উল্টো। বলিভিয়াকে পাঁচ গোলে হারিয়ে উজ্জীবিত ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। সোমবার সাও পাওলোয় অনুশীলনের পরেই পেরুর বিপক্ষে খেলতে লিমা যাত্রা করেছেন নেইমার, ফিলিপে কুতিনহোরা। তার আগে এই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে থিয়াগো সিলভার নাম ঘোষণা করেছেন কোচ তিতে। যদিও ইতোমধ্যেই জানা গেছে যে, পেরুর দুজন ফুটবলার করোনা আক্রান্ত।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!