খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্ডি-লাহোর হয়ে এবার কলম্বো। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমাদের জন্য এটা অবশ্য জিততে হবে। পাকিস্তানের তুলনায় কন্ডিশন একটু ভিন্ন হবে কাজেই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। নাসুম খেলবে আফিফের জায়গায়।’

অন্যদিকে, টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা কাপ্তান দাসুন শানাকা জানিয়েছে, টস জিতলে আগে ব্যাটিংই বেছে নিতেন তিনি। বলেন, টস জিতলেও তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, হারলেও তাই ক্ষতি হয়নি।

এবারের আসরে প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫ উইকেটে। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা।

তরুণ পেসার পাথিরানার বোলিংয়ে (৪/৩২) ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশ দল। পাল্লেকেলের ওই হারের ধাক্কা সামাল দিয়ে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জিতে সুপার ফোরে উঠে সাকিবরা। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের পেস ত্রয়ীতে ফের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় পেতে চাইবে সাকিব আল হাসানরা।

এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!