খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : রিজভী

গেজেট ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। অথচ পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন- বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। কোনো প্রিজনারের বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ নেই। কিন্তু কারাবন্দী অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অজস্র নজির রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দী থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।

শুক্রবার বিকেলে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই- আমার নামে আপনি মানহানি মামলা দিলে দিতে পারেন। আপনার লেখাপড়ায় ঘাটতি আছে। আপনার জানা-শোনার ঘাটতি আছে। যে নেত্রী আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আপনি যে অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনার সেই সরকার প্রধান শেখ হাসিনাকে ২০০৭ সালের জুন মাসে গ্রেফতার করা হয়েছিল। ২০০৮ সালের জুলাই মাসে কারাবন্দী থাকা অবস্থায় কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও তখনকার তত্ত্বাবধায়ক সরকার বলেছিল- শেখ হাসিনার কানের যে সমস্যা, এটার চিকিৎসা বাংলাদেশের হতে পারে। কিন্তু শেখ হাসিনার চিকিৎসকরা যখন বললেন- তার উন্নত চিকিৎসা দরকার, তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু বেগম খালেদা জিয়াকে পাঠানো হচ্ছে না কেন? তার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছে যে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার চোখে সমস্যা, লিভারে সমস্যা, হার্টে সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা। সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার ওপর এতগুলো অসুখ আক্রমণ করেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোটা জাতি উদ্বেগ-উৎকণ্ঠায়- তার কেন উন্নত চিকিৎসা হবে না?

রিজভী বলেন, রাশিয়ার বিরোধী নেতা এলেক্সিস লাভলিন, সেখানকার একদলীয় কর্তৃত্ববাদী সরকার তাকে কারাদণ্ড দিয়েছিল। তিনি সাইবেরিয়া থেকে মস্কো আসার সময় অসুস্থ হয়ে পড়লে তার কারাদণ্ড স্থগিত রেখে তাকে বার্লিনে পাঠানো হলো উন্নত চিকিৎসার জন্য- এটা কি আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী? আজ তো সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসেছে- তাকে জিজ্ঞাসা করুন- কর্তৃত্ববাদী দেশে এই ধরনের মানবিক আচরণ করা হয়।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, চীনের নোবেল বিজয়ী লুই জিয়াও বু ক্যান্সার আক্রান্ত হয়ে কারাগারে মারা যান। তার স্ত্রী লি জিয়াওকেও কারারুদ্ধ করা হয়েছিল কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন তাকে কিন্তু কানাডা পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসা দেয়ার জন্য। আপনি কি তা জানেন পররাষ্ট্রমন্ত্রী? আপনি জানেন না। আপনি কি জানেন- সৌদি আরবে বাদশাহী হুকুম চলে, সেখানে ভিন্ন মতালম্বী একজন লেখক ও ব্লগার বাদাও গৃহবন্দী থাকা অবস্থায় অসুস্থ হলে তাকে স্ত্রী সন্তানসহ উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছিল।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনাদের এই মানবিক গুণাবলী থাকবে কেন? যে সরকার খুন-গুম করে, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক নীল নকশা করে, ধ্বংসযজ্ঞ করে। তারপর পররাষ্ট্রমন্ত্রী, আপনি তো শুধু চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার মন মতো কথা বলেন। কোনো মানবিকতা-মানবতা আপনার মধ্যে নেই।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলের কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনি জানেন না বিএনপি কতটা মানবিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন আ স ম আব্দুর রব। তার উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়; তাকে চিকিৎসার জন্য পাঠানোর আগে তার গ্রামের বাড়িতে ঘুরিয়ে আনা হয়েছিল। এটা বিএনপির ইতিহাস, মানবতার ইতিহাস। গণতন্ত্রের ইতিহাস। আর যারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করে ১৪ ও ১৮ নির্বাচন রাতে করে। দিনের বেলা নির্বাচন করতে সাহস পায় না, তারাই তো অমানবিক। জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য উন্নত চিকিৎসা হতে দেয় না, কারাগারে আটক রাখে।

রিজভী বলেন, এদেশের জনগণ, বিএনপির নেতাকর্মী সবাই উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আমরা কার কাছে দাবি জানাবো- যারা মিথ্যা দিয়ে, অসত্য দিয়ে দেশনেত্রীকে আটক করেছে, তাদের কাছে চাইবো? উপরে আল্লাহ আছেন, নিচে জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী জনগণই রাস্তায় নামছে তার জন্য।

রিজভী বলেন, আমরা তারুণ্যের সমাবেশ দেখেছি। এই তারুণ্য সমাবেশে যত তরুণ দেখেছি, আমার মনে হয়- বাংলাদেশে আর কোনো তরুণ ছাত্রলীগ- যুবলীগ করে না। হয় সন্ত্রাসী, না হয় বকাটে- এরাই ছাত্রলী- যুবলীগ করে। আর সমস্ত শানিত চেতনার তরুণরা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল-স্বেচ্ছাসেবক দল করে- এটা আমাদের বিশ্বাস।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুবসমাজ মাঠে আছে। আজ নয় কাল এ সরকারের পতন ঘটিয়ে ছাড়ব।

তিনি বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানান।

পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!