বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সড়ক বিভাজকের গাছ কাটায় পরিবেশ সংগঠক ও নাগরিক প্রতিনিধিদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

সোনাডাঙ্গা বাইপাস সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের জন্য পুরাতন গাছ কাটে ফেলায় উদ্বেগ জানিয়েছে পরিবেশ সংগঠক ও নাগরিক প্রতিনিধিরা।

আজ (৮ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গা বাইপাস সড়কের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য গাছ কেটে ফেলা এলাকা  পরিদর্শন করেছেন পরিবেশ সংগঠক ও নাগরিক প্রতিনিধিদের একটি দল।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জনাব গৌরাঙ্গ নন্দী, নাগরিক নেতা নাজমুল আযম ডেভিড, আইনজীবী জাহাঙ্গীর সিদ্দিকী, সাংবাদিক দীপঙ্কর রায়, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমন মুকুল, পরিবেশ সংগঠক খালিদ পাশা জয়, নারী সংগঠক মেরিনা যুথী, সাংবাদিক খলিলুর রহমান সুমন প্রমূখ।

প্রতিনিধি দলের সদস্যরা, নতুন রাস্তার মোড় থেকে বিজিবি ক্যাম্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিভাইডারের দৃষ্টিনন্দন পুরাতন গাছ কেটে নতুন গাছ লাগানো সম্পূর্ণ অর্থ অপচয় ছাড়া আর কিছু না।

যে এলাকায় এখনো গাছ কাটা হয়নি, সেই এলাকার বিদ্যমান গাছ যথেষ্ট সৌন্দর্যবর্ধন করছে। তারা এই গাছগুলোকে রেখেই সৌন্দর্যবর্ধনের কার্য পরিচালনার দাবি জানান।

উপস্থিত প্রতিনিধিরা গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন পরিবেশ বিধ্বংসী একটি কার্যক্রম বলে উল্লেখ করে বলেন, জরুরীভাবে গাছ কেটে ফেলা সড়ক বিভাজকে পুনরায় গাছ লাগানো এবং বাকি ডিভাইডারের বিদ্যমান গাছ অক্ষত রেখে সৌন্দর্যবর্ধনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন