Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নাওমারা এলাকায় রাস্তার ধারে দুর্যোগ প্রশমনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক তাল বীজ রোপণ করা হয়।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন। এসময় অন্যানের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম প্রমূখ বক্তৃতা করেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন