খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আড়ংঘাটা থানা পুলিশ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে লেখা ছিল “আমাকে মাফ করে দিও, তোমরা সবাই অনেক ভালো থেকো। আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও। দয়া করে আমার এই কাজের জন্য কেউ কোন বাজে মন্তব্য করবেন না কেউ দায়ী না।”
পুলিশ ও স্থানীয়রা জানায়, আত্মহননকারী রাবেয়া খাতুন(২০) পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বুচিতলার ইমরান আলীর মেয়ে রাবেয়া খাতুন। ঘটনার সময় বাড়ী ফাঁকা পেয়ে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। সকাল ১০টার পর তার স্বজনরা বাড়ীতে এসে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে গলার ফাঁস খুলে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাঁকে মৃত বলে ঘোষণা করন।
আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, একটি চিরকুট পেয়েছি। নিহত রাবেয়ার মোবাইলের কল যাচাই-বাছাইসহ পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে কি কারণে রাবেয়া আত্মহত্যা করেছে এ বিষয়ে এখন জানাযায়নি।
এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/ এএজে