খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে রি-ইউনিয়নের নামে প্রহসন, ব্যক্তিস্বার্থ ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন কলেজের নির্বাচিত সাবেক ভিপি, জিএস, এজিএস ও কলেজ নেতৃবৃন্দ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ সরকারিকরণ, ছাত্র হোস্টেল ভবন, মসজিদ, কলেজে ভবন, বাউন্ডারী ওয়াল, মাঠ ভরাট, শহীদ রেজা গার্ডেন নির্মাণসহ কলেজের উন্নয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের ভুমিকাকে উপেক্ষা করে ও কলেজের সাবেক নেতৃবৃন্দকে বাদ দিয়ে গুটিকয়েক ব্যক্তি রিইউনিয়নের নামে ব্যক্তি স্বার্থ হাসিলে বিভিন্ন ধরণের অপচেষ্টা চালাচ্ছে। সাবেক নেতৃত্বকে বাদ দিয়ে এ ধরণের উদ্যোগ পিছনে ওই সকল সুবিধাভোগীদের লাভবান হওয়ার প্রচেষ্টামাত্র। সিটি কলেজ ক্যাম্পাসের প্রাণ ছাত্র সংসদ। অথচ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি জিএস এজিএস ও সম্পাদকদের বাদ দিয়ে দুইজন হঠাৎ নেতার নেতৃত্বে যে আয়োজন চলছে। যা রীতিমত হাস্যকর।
বিবৃতিদাতারা অবিলম্বে সকলের সমন্বয়ে নতুন কমিটি গঠন করে রিইউনিয়নের তারিখ নির্ধারণের জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহবান জানানোসহ কলেজ সাবেক ছাত্রছাত্রী যারা প্রবাসে জীবনযাপন করছেন তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি হুমায়ুন কবির, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক ভিপি কেএম হুমায়ুন কবীর, সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ভিপি জি এম তারেক, সাবেক সভাপতি হাসানুজ্জামান হাসান, সাবেক সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, সাবেক সভাপতি মাকসুদ আহমেদ সুমন, সাবেক জিএস আজিজুর রহমান আজিজ, মীজা মাহমুদ, রবিউল ইসলাম রবি, মফিজুর রহমান মুক্ত,
মশিউর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক জুলিয়ান মোল্লা, আল্লামা ইকবাল তুহিন, আব্দুল্লাহেল কাফি সখা, ছাত্র সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য এড. তৌহিদুর রহমান চৌধুরি তুষার, শরিফুল ইসলাম টিপু, নিয়াজ আহমেদ তুহিন, মো. জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনি, মো. সাইফুল আলম মিঠু, ইমরান হোসেন মিঠু, সাবেক এজিএস গোলামুন নবী ডালু, মিজানুর রহমান মিজান, সাবেক সহ সম্পাদক খান ইফতেখার আহমেদ ইফতি, মিজানুর রশীদ মিজান, আব্দুল হালিম প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির