বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইসরাইল (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইসরাইল নড়াইলের চাচড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে মোট ৮৮২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন রোগী ভর্তি রয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন