অভিনেতা চঞ্চল চৌধুরী মঞ্চের পেছনে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ের পথচলা শুরু করেন। তারপর একদিন মঞ্চে অভিনয়, সেখান থেকে টেলিভিশন, সিনেমা আর আজকের ওটিটি। ক্যারিয়ারের শুরু থেকে গল্প ও চরিত্রনির্ভর কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। জীবনসফরের নানা বাঁক পেরিয়ে আজকে তিনি তারকা চঞ্চল চৌধুরী। অভিনয়শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী যেখানেই স্পর্শ করেছেন সেখানেই বাজিমাত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব এই অভিনেতা। সেখানেই একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সস্তা জিনিস চলে বেশি, টেকে কম। অনেক বছর আগে একটা ঢেউটিনের বিজ্ঞাপনে কাজ করেছিলাম, যেটার আসল বক্তব্য ছিল জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। ইদানীং এই কথাগুলোই বেশি মনে হয়।
কথাগুলো কেন মনে হয় তার উত্তর জানা নেই এই অভিনেতার। সেটাও যোগ করে তিনি লিখেছেন, কেন??? জানি না…।
এর আগে আরও একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি লিখেছেন, কোনো অপমানই এখন আর গায়ে লাগে না তার। প্রিয় তারকার এমন পোস্টে রহস্যের দানা বেঁধেছে তার ভক্তদের মনে। হঠাৎ কী হলো চঞ্চলের?
নিজের একটি ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগমাধ্যমে, অথবা ব্যক্তিজীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য বেড়েছে পাল্লা দিয়ে…। এটা আমার দুর্বলতা নয়।
ক্যারিয়ারের শুরু থেকেই এই অভিনেতা বারবার নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। ‘মনপুরা’র সোনাই, ‘আয়নাবাজি’র আয়না কিংবা মিসির আলী, চান মাঝিসহ অনেক চরিত্রেই মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা। ওয়েব সিরিজ দিয়েও বেশ প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা।
দুই বাংলার সবাই মুখিয়ে রয়েছেন মৃণাল সেনের ভূমিকায় তাকে দেখার জন্য। এই ছবিতেই তার স্ত্রীর চরিত্রে অর্থাৎ গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।
খুলনা গেজেট / এএজে