সরকারি ব্রজলাল কলেজে ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক শ্যামসুন্দর মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে কলেজে শাখা এক প্রতিবাদ সমাবেশ করেছে।
মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে মৈত্রী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, বি এল কলেজ এর আহবায়ক শুভংকর সানা, ইন্দ্রজিৎ মন্ডল, মেজবাহ, জাহিদ, গৌরাঙ্গ মন্ডল, তাপস, ব্রজমোহন, নিত্যানন্দ, চন্দন, তন্নয় পাল, সাগর পাল, কৌশিক প্রমুখ ।
এ সময়ে বক্তারা ন্যাক্করজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসী গ্রেপ্তার করে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ২৯ আগস্ট মঙ্গলবার দৌলতপুর শহীদ মিনার এলাকায় প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর ম-ল সন্ত্রাসী হামলা শিকারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। নেতৃবন্দ আরো বলেন, আমরা জেনেছি ঐ সময়ে অত্র এলাকায় বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করতে সমর্থ হয়নি। নেতৃবৃন্দ এ বিষয়ে আরও তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা গেজেট/কেডি