পাকিস্তানের দেওয়া পাহাড়সম রান তাড়ায় শুরু থেকেই দিশেহারা নেপাল। তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির দুই বলেই তারা দুই উইকেট হারিয়েছে। এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য পরপর দুটো চার দিয়ে করেছিল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা দলটি।
এর পরের দুই বলে সিঙ্গেল রান। পঞ্চম ডেলিভারিতে লেগ স্টাম্পের অনেক বাইরের দিয়ে যাওয়া বলে ব্যাটের কোনা লাগিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন নেপালের ওপেনার কুশাল ভুরটেল। ৪ বলে তিনি ৮ রান করেন। এরপর ক্রিজে নামা অধিনায়ক রোহিত কুমার পৌডেল পড়েছেন আফ্রিদির লেগ বিফোরের ফাঁদে। তিনি রানের খাতা খুলতে পারেননি।
দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম ও পাকিস্তানের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন নাসিম শাহ। তার তৃতীয় ডেলিভারিতে চার মারার পরের বলেই স্লিপে ইফতিখারের তালুবন্দী হয়েছেন আসিফ শেখ। এর আগে তার ব্যাটে আসে ৫ রান।
পাকিস্তানের সংগ্রহ ৩৪২/৬ (৫০ ওভার)
নেপালের সংগ্রহ ২৮/৩ (৪ ওভার)
খুলনা গেজেট/এনএম