অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে ক্যান্ডিতে যোগ দিতে আজই ঢাকা ছাড়বেন বিজয়।
৪৪ ওয়ানডে ম্যাচ খেলা এনামুল ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি এনামুলের। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করায় বাদ পড়েন এনামুল।
সবশেষ ডিপিএলে বিজয়ের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান এসেছিল। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে ছিলেন তিনটি হাফ সেঞ্চুরিও। ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন বিজয়। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি। কদিন আগে জানা যায় শৃঙ্খলা ভঙের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।
অবশেষে লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ডানহাতি এই ব্যাটারের। ফলে দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন বিজয়। এদিকে সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। মোহাম্মদ সিরাজদের বিপক্ষে সেই সিরিজে তিন ম্যাচে সব মিলিয়ে ৩০ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।