ঐতিহ্যবাহী খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে রি-ইউনিয়নের নামে প্রহসন, দলীয়করনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনিত সাবেক ছাত্রসংসদ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন মজিদ মেমোরিয়াল সিটি কলেজ আমাদের সকলের আবেগের জায়গা। সেখানে রি-ইউনিয়ন হবে অথচ আমরা জানবোনা তা মোটেই কাম্য নয়। রি-ইউনিয়নে সাবেক ভিপি, জিএস, এজিএসসহ সম্পাদকমন্ডলীর সদস্যদের বাদ দিয়ে একটি মনগড়া, একপেশে কমিটি করা হয়েছে। কলেজের সাবেক ছাত্রছাত্রীদের একটি বৃহৎ অংশ রি-ইউনিয়নের খবর জানেন না। অথচ রি-ইউনিয়নের দিন ক্ষন নির্ধারন করা হয়েছে যা রীতিমত হাস্যকর। কলেজ কর্তৃপক্ষকে পুনরায় সকলকে নিয়ে কমিটি গঠন করে রি-ইউনিয়নের তারিখ নির্ধারণের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি হুমায়ুন কবির, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক ভিপি কেএম হুমায়ুন কবীর, সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ভিপি জি এম তারেক, সাবেক জিএস আজিজুর রহমান আজিজ, মীজা মাহমুদ, রবিউল ইসলাম রবি, মফিজুর রহমান মুক্ত, মশিউর রহমান যাদু। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি