Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাঠের এক পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। কালীগঞ্জ থানার তদন্ত অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলছেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম। এতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।

কালীগঞ্জ থানার তদন্ত অফিসার প্রকাশ কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়েছি। এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন