খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

প্রথম দিনেই শেষ বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের টিকেট

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি। প্রথমদিনই শেষ কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট। এদিকে অনলাইন বেটিংয়ের প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে ভারত। ম্যাচ চলাকালীন গণমাধ্যম এমনকি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেটিংয়ের কোনো বিজ্ঞাপন প্রচার না করতে নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রিকেটের জনপ্রিয়তা। বেড়েছে খেলাটিকে কেন্দ্র করে জুয়া ও জুয়াড়িদের ব্যস্ততাও। হাইস্পিড ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে তাতে নতুন মাত্রা যোগ করেছে অনলাইন বেটিং।

কদিন বাদেই শুরু এশিয়া কাপ আর তারপর বিশ্বকাপ। ক্রিকেটের দুই বড় টুর্নামেন্টকে সামনে রেখে এবার অনলাইন বেটিং প্রতিরোধে মাঠে নেমেছে ভারত। এশিয়া কাপ ও বিশ্বকাপের সময় টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপন ও এর প্রমোশনাল কনটেন্ট প্রচারে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (২৫ আগস্ট) ভারতের তথ্য ও প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এই সতর্কবার্তায় বলা হয়, ম্যাচ চলাকালীন গণমাধ্যম এমনকি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনলাইন বেটিংয়ের কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অন্যথায় আইনগত পদক্ষেপ নেবে প্রশাসন।

মূলত এসিসি ও আইসিসির দুই মেগা ইভেন্টের সময় অনলাইন বেটিংয়ের প্রচারণার ব্যবহার করা হতে পারে বড় অঙ্কের কালো টাকা। যার প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতিতে, এমন আশঙ্কায় এ পদক্ষেপ নিয়েছে ভারত। যদিও ভারতের বিদ্যমান আইনে জুয়া কিংবা বেটিংয়ের সঙ্গে জড়িতদের মাত্র দুইশো রুপি জরিমানা ও সর্বোচ্চ তিন মাসের জেলের বিধান রয়েছে।

এদিকে, শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। চাহিদার তুঙ্গে বাংলাদেশের ম্যাচ। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ কলকাতায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট। আগ্রহীদের বেগ পেতে হচ্ছে শ্রীলকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচের টিকিট নিয়েও।

বিশেষজ্ঞরা ব্যস্ত বিশ্বকাপের ভবিষ্যতবাণী নিয়ে। সাবেক প্রোটিয়া গ্রেট জ্যাক ক্যালিসের মতে, বিরাট কোহলি কিংবা বাবর আজম নন। ভারত আসরে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে এগিয়ে জস বাটলার। আর চ্যাম্পিয়ন রেসে তার দল ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন ক্যালিস।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!