বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন প্রকৌশলী এ এম আবদুল্লাহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে দূর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার (অবঃ) এ এম আবদুল্লাহ।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার (অবঃ) এ এম আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ নিয়ে নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের বাড়িতে যান।

এ সময় তিনি নিহতের মা দেনতারা বিশ্বাস, সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, ছেলে সুদেব বিশ্বাসসহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস উপস্থিত নেতৃবৃন্দের কাছে আকুতি জানিয়ে বলেন, মুল হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে তিনি কঠোর শাস্তির দাবি জানান।

প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার (অবঃ) এ এম আবদুল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, যে কোন হত্যাকান্ড দুঃখ জনক। সুফল হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যে কোন পরিস্থিতিতে নিহত পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন। এ সময় নিহতের ছেলে সুদেব বিশ্বাসের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, পূজা উদযাপন পরিষদের লোহাগড়া শাখার সাবেক সহ-সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন