একই দিনে আয়ক্ষম দু’ভাইকে হারিয়ে চোখে অন্ধকার দেখছে পরিবার। বেঁচে থাকা পরিবারের সদস্যরা কিভাবে টিকে থাকবেন তা নিয়ে কিছুই ভাবতে পারছেন না স্বজনরা। ইঁদুর হাত থেকে সবজি ক্ষেত রক্ষার নামে ‘বিদ্যুৎ ফাঁদে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে সোমবার (২১ আগস্ট) রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দু’ভাইয়ের মৃত্যু হয়।
নিহতরা হলেন আনন্দনগর ছোটঝিল এলাকার সরোয়ার শেখের পুত্র মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)।
ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী একই গ্রামের সৈয়দ মোল্যার ছেলে জের আলী মোল্যার মৎস্যঘেরে গুনোর তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুরের ফাঁদ তৈরী করেন। কিন্তু প্রতিদিন ঘের পাড় দিয়ে স্থানীয় লোকজন চলাচল করলেও কোন নিশানা বা চিহ্ন ছিল না। ফলে না জেনেই কয়েক ঘন্টার ব্যবধানে দুই ভাই মারা যান।
তাদের তথ্য অনুযায়ী, ইকবাল হোসেন সোমবার বিকাল ৫টার দিকে নিজেদের ঘেরে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ইকবালের স্ত্রী ফাতেমা বেগম বিষয়টি তাঁর বড় ভাশুর মোদাচ্ছের শেখকে জানান। রাত ৮টার দিকে মোদাচ্ছের ও তার স্ত্রী রূমা বেগম ইকবালকে খুঁজতে পুটিমারী বিলে যান। মোদাচ্ছের শেখ সেখানে জের আলী মোল্লার মৎস্য ঘেরে গিয়ে ছোটভাইকে পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার দিয়ে ছোটভাইকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে মোদাচ্ছেরের স্ত্রী রূমা বেগম দৌড়ে গিয়ে বিদুৎ এর মেইন সুইচ অফ করে দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
নিহত মোদাচ্ছের তাঁর একমাত্র মেয়ে ময়ূরীকে বিয়ে দিয়েছেন, আর ছেলে জাহিদুল পঞ্চম শ্রেণি শিক্ষার্থী। ইকবালের একটি ছয় বছরের ছেলে ও ১০ বছরের মেয়ে রয়েছে।
নিহতদের চাচাতো ভাই বাবর আলী শেখ জানান, বড় ভাই মুদাচ্ছেরের মতো মৎস ঘের দেখাশোনা করার জন্য পরিবারসহ আরো অনেকেই ঘেরে বসবাস করেন। তা জেনেশুনেই জের আলী মোল্লা ঘেরের সবজি ক্ষেতকে বিদ্যুতায়িত করেছেন। কিন্তু সেখানে কোন নিশানা ব্যবহার করেননি। তিনি কাউকে সতর্কও করেননি। মানুষ চলাচলের খালপাড়ের রাস্তা ছিল জের আলী মোল্লার ঘেরের পাড়। আর সেই পাড়েই দেওয়া ছিল বিদ্যুৎ সংযোগ। নিহত মোদাচ্ছের ও ইকবাল হোসেনসহ এলাকার কেউ বিষয়টি জানতো না। ফলে দুটি পরিবার চিরতরে শেষ হয়ে গেল।
স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ জানান, মোদাচ্ছের ও ইকবাল হোসেন ইজারাকৃত জমিতে ঘের করেন। যা জের আলী মোল্লার ঘেরের পাশে অবস্থিত। এরা খুব অসহায় পরিবার। এখন পরিবারে উপার্জন করার মত আর কেউ থাকলো না। এই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী সকলেই শোকাহত।
রুপসা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার এস এম ফেরদৌস জানান, সবজি ক্ষেত বিদ্যুতায়িত করার কোন সুযোগ নেই। এ ব্যাপারে আমারা বিভিন্ন প্রশিক্ষণে সতর্ক করে থাকি। ইঁদুর দমনে বিভিন্ন পদ্ধতি হিসেবে গর্তে ফসটক্সিন গ্যাস, জিংক ফসফাইড মিশ্রিত বিষ, ব্রোমাডিওলন বিষ গমের সাথে মিশানো থাকে সেগুলো কৃষকরা ব্যবহার করতে পারেন।
এ ব্যাপারে রূপসা থানার ওসি মোঃ শাহিন জানান, লাশ দুটি ময়নাতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ভাই জাবের শেখ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অবৈধ বিদ্যুৎ সংযোগকারী জের আলী মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টায় অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/কেডি