সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নারী নির্যাতন, গণধর্ষণসহ অপরাধ প্রবণতা বন্ধে খুলনা ইমাম পরিষদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী নারী নির্যাতন, গণধর্ষণ ও যেনা-ব্যভিচারসহ অপরাধ প্রবণতা বন্ধে খুলনা ইমাম পরিষদের উদ্যোগে আয়ােজিত ‘সরকার ও জনগণের কর্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গােলাম কিবরিয়া।

লিখিত বক্তব্যে চলমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে সকল প্রকার অপরাধ ও পাপাচার বিশেষ করে ব্যভিচার ও এ জাতীয় অপরাধ খতম করে অপরাধমুক্ত নিরাপদ পরিবার ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার ও জনগণের প্রতি কুরআন-সুন্নাহ মােতাবেক কিছু মৌলিক কর্মসূচিগুলাে গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন