খানজাহান আলী থানাধীন শিরোমণি ডাকাতিয়া যুব সমাজের উদ্যোগে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টে তেলিগাতী নেপাল সংঘ চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্ণামেন্টে তেলিগাতী নেপাল সংঘ ২-০ গোলে ডাকাতিয়া সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (২০ আগস্ট) বিকালে স্থানীয় ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
এর আগে টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন তরুণ আইটি উদ্যোগক্তা ও সমাজসেবক গাজী সুমন হোসেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন গাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ডেপুটি রেজিষ্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জ্বল, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগনেতা মোঃ রাশেদ হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ শরিফুল ইসলাম, জনতা ব্যাংক কুয়েট শাখার সিনিয়র অফিসার বাবু মানষ কুমার ঢালী, মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক প্রণব কুমার রায়, দামোদর মঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল কুমার ঢালী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিলাল মন্ডল, সমাজসেবক নিতাই চন্দ্র মন্ডল, শিক্ষক খোকন চন্দ্র রায় ও ডাকাতিয়া যুব সংঘের সভাপতি অশোক মন্ডল।
খুলনা গেজেট/কেডি