বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে তাহেরা খাতুন নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডুমুুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে পশ্চিমপাড়া এলাকার মামুন ফকিরের একমাত্র কন্যা তাহেরা খাতুন শনিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে সাথীদের সাথে খেলা করছিল। এ সময় সকলের অজান্তে সে পুকুরে পড়ে ডুবে যায়। শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তার আকস্মিক মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহর নামাজ বাদ পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন