বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের হত্যাচেষ্টার ৩১তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের কর্মসূচিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শহীদ হাদিস পার্কের পাশে সড়ক দ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন পার্টির মহানগরীর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বক্তৃতা করেন কেন্দ্র কমিটির সম্পাদকম-লী সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু।
উপস্থিত ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, জেলা কমিটির সদস্য কমরেড আ. হামিদ মোড়ল, কমরেড অজয় দে, কমরেড অমৃত ম-ল, যুব মৈত্রীর খুলনা জেলা কমিটির সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, মইনুদ্দিন ময়না, মৃত্যুঞ্জয় সরদার, ছাত্র মৈত্রীর জেলা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, শুভঙ্কর সানা শুভ, সৈকত সরদার প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৯২ সালে খালেদা জিয়ার শাসন আমলে তাদের প্রত্যক্ষ মদদে জামাত-শিবির, ফ্রিডম পার্টির সন্ত্রাসী খুনিচক্র জননেতা কমরেড রাশেদ খান মেননÑএমপি-কে হত্যার উদ্দেশ্যে ঢাকায় পার্টির কেন্দ্র অফিসের সামনে গুলি করে। এই হত্যার চেষ্টার বিচার আজও হয়নি, এরই ধারাবাহিকতায় একুশে আগস্টের গ্রেনেড হামলার মত আরো অনেক সন্ত্রাসী কর্মকা- সংগঠিত হয়েছে। বক্তাগণ মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বিএনপি-জামাতচক্রের সকল অপকর্মের সুষ্ঠু বিচার এবং শাস্তির দাবি করেন।
খুলনা গেজেট/কেডি