খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম
  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

খাদ্য মজুত বাড়াতে উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। উপকারভোগীদের একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে। খাদ্যগুদামে রেকর্ড পরিমাণ মজুদ রয়েছে। প্রয়োজনে খাদ্য মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারী খাদ্যগুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে। কোন ধরনের সংকট নেই। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছে। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সরকারের ওএমএস কর্মসুচিতে চাল–আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রীর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!