স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্বক্ষনিক সদস্যগণ, সচিব, প্রধান প্রকৌশলীসহ কেডিএ’র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে কেডিএ মিলনায়তনে জাতীয় শোক দিবস-২০২৩ এর তৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড.তুহিন রায়। বাদ যোহর কেডিএ জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে কেডিএ’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/লিপু