বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যবিপ্রবিতে ২২ দিন পর ক্লাসে ফিরছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষক বাসের চাবি কেড়ে নেয়া ও লিফট বন্ধ করে দেয়ার ঘটনায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। টানা ২২ দিনের কর্মবিরতি শেষে রবিবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার (১২ আগস্ট) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষক অপমানের ঘটনায় চলা দীর্ঘ ২২ দিনের কর্মবিরতি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। রবিবার (১৩ আগস্ট) থেকে যথানিয়মে ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানিয়েছেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গালিব।

তিনি বলেন, শোকের মাস আগস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট ফ্রি হেলথ ক্যাম্পকে সামনে রেখে শিক্ষকদের সাধারণ সভায় চলমান আন্দোলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে এ বিষয়ে কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে শিক্ষকদের একটি সুত্র জানিয়েছে, গত ১৬ জুলাই শিক্ষকদের লিফট বন্ধ ও বাসের চাবি কেড়ে নেয়ার ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় না আনা হলে সেপ্টেম্বর থেকে শিক্ষকরা আবারো আন্দোলনে যেতে পারেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন