শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন‘‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা। স্বাধীনতা বিরোধী অপশক্তি, গণতন্ত্র বিরোধী চক্র এখন নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে।
শ্রম প্রতিমন্ত্রী শুক্রবার (১১ আগস্ট) বিকালে খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাসস্টান্ডে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২নং ওয়ার্ড আওয়া লীগ এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন। শোক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভপতি শেখ আবিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহন্মেদ ‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা, মোঃ সেলিম রেজা, মাষ্টার শাহজাহান আলী হাওলাদার, মোঃশাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, নার্গিস খানম, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, ছাত্রলীগ নেতা শেখ সুমন, রুদ্রসেন। উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর সদস্য দাউদ হায়দার, থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মোঃ সুরুজ্জামান হানিফ, সায়েদুর রহমান, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শামিমা সুলতানা হৃদয়, কৃষকলীগ নেতা আবু নাঈম, মফিজ, কাজী আজাদুর রহমান হিরক, মুক্তা বেগম, মোস্তাফিজুর রহমান মানিক, তরিকুজ্জামান মনির, মুন্সি সিরাজুল ইসলাম, লিয়াকত মুন্সি, কামাল মুন্সি, মোহন মুন্সি, নীলা নাছির, কুয়েট ছাত্রলীগ নেতা নীবিড় রেজা, রুন্দ্র নীল শুভ, রেখা বেগমসহ খানজাহান আলী থানার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতা এস এম এ রবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সোনালী জুট মিলস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।