সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসার জন্য বুধবার বিকেলে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে বিকাল ৫টায় হাসপাতালে নেওয়া হবে।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
খুলনা গেজেট/এনএম