খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

খালেদা জিয়া অসুস্থ, বিকেলে নেওয়া হবে হাসপাতালে

গেজেট ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব‍্যথা অনুভব হওয়ায় চিকিৎসার জন্য বুধবার বিকেলে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে বিকাল ৫টায় হাসপাতালে নেওয়া হবে।

প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!