টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আমির জাফর জানান, বিকেলে পাহাড়ের নিচে বসবাসরত আনোয়ারের শেডের উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে আনোয়ারের স্ত্রী ও তার শিশু মেয়ে। পরে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।
অন্যদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। পরিচয় পাওয়া যায়নি।
খুলনা গেজেট/কেডি